নিজস্ব প্রতিবেদক : টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের অন্যতম লক্ষ্যবিন্দু হিসেবে প্রতিটা নাগরিকের জীবনমান উন্নয়নের অন্যতম অন্তরায় বাল্য বিয়ে নিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় ডিপিএফ কুষ্টিয়ার আয়োজনে এই সামাজিক সচেতনতা গড়ার লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার বাধ্যবাদকতার থাকায় তথ্য প্রযুক্তি ভিত্তিক অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফের সভাপতি মাহবুবা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুষ্টিয়ার উপ-পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রোকসানা পারভিন।
ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফের সভাপতি মাহবুবা বেগমের শুভেচ্ছা বক্তব্যের পর কুষ্টিয়া জেল্ াপ্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালনক মৃনাল কান্তি দে’র বক্তব্যের পর জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রামান্যচিত্র, সামাজিক জবাবদিহিতামুলক সংগীত, পরিবেশনা, বাল্যবিয়ে নিরোধ, তথ্য অধিকার আইনসহ নানা বিষয় ভিত্তিক সংগীত পরিবেশন ও কবিতা আবৃতিতে অংশ গ্রাহন করেন বাংলাদেশ বেতার ও জাতীয় পুরুষ্কার প্রাপ্ত শিল্পীবৃন্দ। এই আয়োজনে পূর্ব নির্ধারিত নানা শ্রেনী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অংশ গ্রহন রেন।