সাম্প্রদায়িক মনোভাব দূরীকরণে প্রতিটা পরিবারকে তাদের শিশুদের মাঝে নৈতিক শিক্ষা দিয়ে অসাম্প্রদায়িক মনোভাব জাগ্রত করতে হবে। একে অপরের মাঝে সম্প্রীতির উৎস ধর্ম নয়। ধর্মের মধ্য দিয়ে বিভাজন এনে হিন্দু মুসলমান খৃষ্টানের মাঝে ঐক্য বিনাশের যে চেষ্টা করা হচ্ছে তা লজ্জাজনক।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের রাজশাহী বিশ্ববিদ্যলয়ের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।
জাতীয় জীবনে অসাম্প্রদায়িকতার চর্চার গুরুত্ব টেনে উপাচার্য বলেন, স্বীকার করতে হবে যে সাম্প্রদায়িকতার বীজ আমাদের মাঝেই আছে। তবে তার নিরাময় এভাবে হবে না। বঙ্গবন্ধু যে চারটি স্তম্ভের মধ্যে ধর্মনিরপেক্ষতা জাতি জীবনে সংস্কৃতি চর্চা না করি তাহলে সাম্প্রদায়িকতা থেকে বের হতে পারব না।
এদিন সকাল ১০ দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সায়েদুজ্জামান মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ড. আশরাফুল ইসলাম খান সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা বলেন, একাত্তরের কালো রাত দেখিনি কিন্তু আজকে ২১ শতকে এসে সেই রংপুরের মাঝি পাড়ায় অগ্নিসংযোগের ঘটনা দেখছি। সেই একাত্তরের প্রেতাম্মারা আজকে সাম্প্রদায়িকতার বিজ বপন করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, ধর্মকে পুঁজি করে সংঘটিত সকল ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। এসময় মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম,জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা শতাধিক শিক্ষক ও চারুকলা অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কে এ এম সাকিব/রাজশাহী বিশ্ববিদ্যালয়/২১.১০.২১
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post