শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী বডার্রে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। এসময় কৃষক আলতাফ হোসেন(৫৫) গুলিবিদ্ধ হন।
শুক্রবার বিকালে সাড়ে ৪ টায় সীমান্তে কৃষিকাজ করার সময়
বিএসএফর সাথে নিরস্ত্র গ্রামবাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এই ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে।
এঘটনায় সীমান্ত গ্রামটিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আজ শনিবার গ্রামটিতে গিয়ে দেখা গেছে মামলার ভয়ে পুরুষ শূণ্য হয়ে পড়েছে গ্রামটি।
সীমান্তের গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ৬১ বিজিবির অধীনে থাকা তিস্তা ব্যাটালিয়ন— টু সিংগীমারি বিওপির আওতাধীন পকেট পাড়া নামক স্থানের সীমান্ত পিলার নম্বর— ৮৯২/৮ ও ৯ এস সংলগ্ন পিলারের মাঝামাঝি এলাকায় শুক্রবার বিকালে ভারতীয় বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে।
প্রত্যক্ষদশীর্ গ্রামবাসী সোলাইমান আলী জানান, বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে মারমুখী হয়ে বাংলাদেশের গ্রামে প্রবেশ করে। তখন নিরীহ নিরস্ত্র গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে তাদের বাধা দেয়। তিনি বলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সত্য মিথ্যা সেখানে প্রমাণ হয়ে যাবে। গ্রামবাসীদের মধ্যে কেউ একজন ভিডিওটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। আতংক ছড়াতে বিএসএফ নিরীহ গ্রামবাসীর শুকাতে দেয়া ধানের খড়ে আগুন পর্যন্ত দিয়েছে। সীমান্ত গ্রামে অবৈধ অনুপ্রবেশকারিরা ভারতের নগর সিংগীমারী ১৫৭ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের টহলরত সদস্য। তারা সম্ভবত মদ্যপ ছিল। মাতালের মত আচরণ করেছে। গ্রামে ঢুকেই তারা পরপর কয়েক রাউন্ড গুলি করে। তবে বিজিবি একটি সূত্র বলছে ৩ রাউন্ড রাবার বুলেট ফায়ার করেছে। এসময় বাংলাদেশী নাগরিক সিঙ্গিমারী গ্রামের মৃত বাদশা শেখের পুত্র কৃষক মোঃ আলতাফ হোসেন(৫৫) বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়।
তাৎক্ষণিক তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিঙ্গিমারী গ্রামের গৃহবধু রহিমা (৪৫) জানান, হঠাৎ চিৎকার চেঁচামেছি শুনে গিয়ে দেখি বিএসএফ সদস্যরা গ্রামে ঢুকে যাকে পাচ্ছে তাকে পিটাছে। আত্নরক্ষায় গ্রামবাসীরা জোটবেঁধে বিএসএফকে ধাওয়া করে। প্রায় ঘন্টা ব্যাপী গ্রামবাসীদের সাথে বিএসএফের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তিস্তা ব্যাটালিয়ন দুইয়ের অধীনে থাকা সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পে খবর দিলেও তারা তাৎক্ষণি এগিয়ে আসেসিন। এসময় বিএসএফর ছড়া গুলি ও লাঠির আঘাতে বেশ কয়েক জন নিরীহ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আইন শৃংখলাবাহিনী ও গ্রেফতার এড়াতে ভয়ে নামপ্রকাশ করতে চায়নি।
সিঙ্গিমারী বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্তে নিরীহ কৃষক গুলিবিদ্ধ হওয়া ও উত্তেজনার ঘটনায় তাৎক্ষণিক বিজিবি — বিএসএফ পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়। পতাকা বৈঠকে নিরীহ কৃষক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখপ্রকাশ করে। সেই সাথে তারা দাবি করেন, তাদের উপর চোরাকারবারিরা একত্রিত হয়ে হামলা করেছে। ৬১ বিজিবির বিওপি তিস্তা ব্যাটালিয়ন দুই এর সিঙ্গিমারী বিওপি ক্যাম্প কমান্ডার বাদী হয়ে শুক্রবার রাতেই হাতীবান্ধা থানায় ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ জন চোরাকারবারিদের নামে মামলা দায়ের করেছে।
পতাকা বৈঠকে উপস্থিত সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, বিএসএফ দাবি করে তাদের ওপর চোরাকারবারিরা হামলা করেছে। আত্নরক্ষায় রবার বুলেট ছুড়তে বাধ্য হয়েছে। নিরীহ কৃষক গুলিবিদ্ধ হওয়ায় দুঃখপ্রকাশ করেছে। এঘটনায় ভারতে অনুপ্রবশের দায়ে পাঁচ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় সিঙ্গিমারী তিস্তা বিজিবির টু এর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ শফিজুল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানর ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক ও সেকেন্ড ইন কমান্ড দুই জনের কেউ ফোন দিলে ফোন রিসিভ হয়নি। সিঙ্গিমারী বিওপি কমান্ডা ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেলে ব্যস্ত আছি বলে ফোন রেখে দিয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post