Print Date & Time : 2 July 2025 Wednesday 10:30 pm

সিটি কলেজে গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

কুষ্টিয়া সিটি কলেজে গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদকে গতকাল সংবর্ধনা প্রদান করা হয়েছ।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহা: কামরুজ্জামান। কুরআন তেলাওয়াত করেন গণিত বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জ্যেষ্ঠ প্রভাষক ড. শরীফা সুলতানা হাসানাত, বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোছাঃ নার্গিস পারভীন ও ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শাহজাহান সিরাজ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন বিভাগের প্রফেসর ড. আবম সাইফুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ প্রধান অতিথি এবং কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা রেফাত হুসনাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুভূতি ব্যক্ত করেন আলাউদ্দীন আহমেদ (ডিগ্রি) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আক্তার বানু ও বেগম হামিদা সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সটাক্টর (ইলেকট্রিক্যাল) ইসমত আরা। কলেজের পক্ষ থেকে অতিথিবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করেন অধ্যক্ষ মোহা: কামরুজ্জামান ও ইসলামী ইতিহাস বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস।