রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ নগরীর মেডিক্যাল বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে জালকুড়িতে অবস্থিত ‘ইনসিনারেটর প্ল্যান্ট’ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার সকালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ‘ইনসিনারেটর প্ল্যান্ট’ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে ব্রিটিশ হাই কমিশনার নগর ভবনে মেয়রের নিকট আনুষ্ঠানিকভাবে ২টি মেডিক্যাল বর্জ্য সংগ্রহকারী গাড়ির চাবি, মেডিক্যাল বিন এবং সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ‘বৃহত্তর ঢাকা অঞ্চলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই প্ল্যান্ট স্থাপনে কাজ করেছে ওয়েস্ট কনসার্ন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
এ প্রকল্পটির মাধ্যমে নগরীর হাসপাতাল, ক্লিনিক এর বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। এটি একটি গ্রিন প্রকল্প। এটি সোলার বিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে প্রদান করা হবে। ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে। প্রতিদিন দেড় থেকে দুই টন বর্জ্য ভস্মীকরণ করা হবে। এই প্লান্টে ব্যবহৃত পানি রিসাইকেল করে ব্যবহার করা হবে। ভস্মীকরণের ফলে কোন ধরনের ক্ষতিকর গ্যাস নিঃসরণ হবে না। এছাড়া ভস্মীকরণের ফলে উৎপাদিত ছাই সিমেন্ট ফ্যাক্টরিতে ব্যবহার করার সুযোগ রয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেন, বায়ুমন্ডলের উপর যাতে কোন চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। অল্প পরিমাণে হলেও এই প্ল্যান্টের সৌরপ্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত হবে। অন্যান্য শহর সংশ্লিষ্টরা এই মডেল অনুসরণ করবে মনে করেন তিনি।
যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সবুজ নগরী গড়তে তারা কাজ করে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেন। তবে এই কার্যক্রম টেকসই করার তাগিদ দেন তিনি।
আইভী বলেন, যত্রতত্র ক্লিনিক, হাসপাতাল হচ্ছে। মেডিকেল বর্জ্য আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা অন্য সাধারণ মেডিকেল বর্জ্যরে মতো এটি না। এর থেকে মারাত্মক রোগজীবানু ছড়ায়। সুতরাং এইটা নিয়ে কাজ করা খুবই জটিল। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এই কাজ আরও বড় পরিসর করা প্রয়োজন। এ জন্য সরকারি বেসরকারি সকল হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা চান আইভী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, ওয়েস্ট কনসার্নের পরিচালক ইফতেখার এনায়েতুল্লাহ, নির্বাহী পরিচালক আবু হাসনাত, জেলা সিভিল সার্জন মুশিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post