ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে মিজমিজি পাইনাদী ধনু হাজী রোড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান এ তথ্য জানান। আটককৃতরা হল- আনোয়ার হোসেন (৪০), জসিম (৩৫), জুয়েল (২১), ফরহাদ হোসেন (৩৮) ও কামাল (২৯)।
পুলিশ পরিদর্শক (অপারেশন) জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিজমিজি পাইনাদী ধনু হাজী রোডের লতিফ মাদবরের বাড়ির সামনে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এসআই (নি.) মো. হুমায়ুন কবির ফোর্স নিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তালা কাটায় ব্যবহৃত কাটার, লোহার পাইপ, টিন কাটার প্লাস, স্টীলের চাকু ও নাইফ কাটার উদ্ধার করা হয়েছে। অভিযানকালে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post