Print Date & Time : 27 August 2025 Wednesday 4:13 pm

সিদ্ধিরগঞ্জে তাতীলীগ সভাপতির ইদ সামগ্রী বিতরন

সিদ্ধিরগঞ্জে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরন করেন সিদ্ধিরগঞ্জ থানা তাতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ। 

গতকাল মঙ্গলবার (১৮ই এপ্রিল) নিজ অফিস থেকে ২০০টি পরিবারের মাঝে, পোলাও চাল, সয়াবিন তেল, সেমাই, দুধ, চিনি, আলু, ও পেয়াজ বিতরণ করেন। তিনি বলেন, মাহে রমজান আমাদের একটি বরকতময় মাস, এ মাসে কাউকে ইফতার করালেও দ্বিগুন সাওয়াব পাওয়া যায়, আমি সব সময় চেষ্টা করি, আমার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে। 

সিদ্ধিরগঞ্জে এবারই প্রথম নয়, লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ বিভিন্ন সময় পথশিশুদের খাদ্য বস্ত্রের ব্যাবস্থা করেছেন, অসুস্থ রোগীদের হাসপাতালে সুচিকিৎসার ব্যাবস্থা করেছেন, ফ্রি অক্সিজেন সেবা দিয়েও এক উজ্জল দৃষ্টান্ত রেখেছেন। 

 এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৮,২০২৩//