Print Date & Time : 24 August 2025 Sunday 9:27 am

সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার লুন্ঠিত স্বর্ণ উদ্ধার,গ্রেফতার ৩

মুহাম্মাদ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩ ভরি স্বর্ণ, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ ডাকাত
গ্রেফতার করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান। গত বৃহস্পতিবার ভোর রাতে জালকুড়ি তালতলা এলাকার “দেওয়ান মন্জিলে” এই ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ৫টি মোবাইল সেট, ১টি ম্যাকবুক ও নগদ দশ লক্ষ টাকা লুন্ঠন করে নেয়।

এ ঘটনায় ডাকাত সরদার ও খুলনা সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ডের মৃত শহীদ গাজীর ছেলে কামাল গাজী ওরফে বাদশাহকে ঢাকার রামপুরা হতে লুন্ঠিত ৩ ভরি স্বর্ণসহ গ্রেফতার করা হয়। এর পূর্বে গোদনাইল ধনকুন্ডার মধুগড় এলাকার সাইফুলের বাসার ভাড়াটিয়া রফিকুল ইসলাম ওরফে সজিব ও মুসলিমনগর এলাকার ভাসমান মো. আকাশকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের দেয়া তথ্যমতে মূল আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, আসামীদের দেয়া তথ্য মতে জালকুড়ি তালতলা ডিএনডি খাল হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতাসহ ৭ জন জড়িত থাকার কথা স্বীকার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অন্যান্য আসামি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে। ধৃত আসামি কামাল গাজীর বিরুদ্ধে ৮টি ডাকাতি ও আসামি রফিকুল ইসলামের এর বিরুদ্ধে ২টি ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রয়াত আব্দুল মান্নান দেওয়ানের “দেওয়ান মঞ্জিলের” দ্বিতীয় তলায় তাঁর ছেলে রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে ৮/৯ জনের ডাকাত দল ডাকাতি করে। এ ঘটনায় মুন্না সিদ্ধিরগঞ্জ থানায় ওই দিনই এক মামলা দায়ের করে।

দৈনিক দেশতথ্য//এইচ//