জে.এম রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির একটি ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১জানুয়ারি) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় অবস্থিত পদ্মা ডিপোর পাম্পরুমে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এসময় পাম্পরুমে কর্মরত চারজন শ্রমিকসহ পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন পদ্মা শ্রমিক গোলাপ (২৯),ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০), নাজমুল (২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ডিপোর নিজস্ব অগ্নি নির্বাপন ব্যাবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কর্মরতরা। পরে আদমজী ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়।
এ বিষয়ে পদ্মা ডিপো গোদনাইল শাখার ব্যাবস্থাপক (অপারেশন) শাহজাহান চৌধুরী জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে পাম্প হাউজে। ঘটনার সাথে সাথে আমাদের লোকজন নিজস্ব অগ্নি নির্বাপন ব্যাবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে পদ্মা ডিপোর পাম্প হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এঘটনায় পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সকালে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা অয়েল কোম্পানির তেলের ডিপোর পাম্প হাউজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post