Print Date & Time : 8 July 2025 Tuesday 3:14 am

সিদ্ধিরগঞ্জে বিউবো’র প্রধান শিক্ষককে বদলীর সিদ্ধান্ত

মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিন মিল্টন ও সহকারী প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে কর্তৃপক্ষ তাদের অন্যত্র বদলীর সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত রোববার বিদ্যালয় চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিন মিল্টন ও সহকারী প্রধান শিক্ষিকা রওশন আরার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রত্যাহারের দাবি তুলেন। গত বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিদ্যালয়ের গেট থেকে প্রধান প্রকৌশলীর দপ্তর পর্যন্ত মিছিল নিয়ে বিক্ষোভ করে।

এসময় শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। একপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবিগুলি প্রধান প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন খলিফা গ্রহণ করে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

প্রধান শিক্ষক জানায়, আমার জন্য কোন শিক্ষার্থীর ক্ষতি হোক আমি চাই না। কর্তৃপক্ষ আমাকে যেখানে দিবে আমি সেখানেই যোগ দিব।

সিদ্ধিরগঞ্জ বিউবো’র প্রধান প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন খলিফা জানায়, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে অন্যত্র বদলীর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে নোট পাঠানো হয়েছে। দ্রুত শিক্ষার্থীদের সব দাবির সমস্যা সমাধান করা হবে।