Print Date & Time : 25 August 2025 Monday 7:42 am

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল চালক নিহত

মুহাম্মাদ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জের অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাস স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, নিহত ওই যুবক মোটরসাইকেল যোগে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দৈনিক দেশতথ্য//এইচ//