মুহাম্মদ রুমান দেওয়ান (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় কদমতলী নয়াপাড়া বড় মসজিদ এলাকার তিনতলা ভবনের ছাদে গলায় ইন্টারনেট ক্যাবল দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম মো. বেলাল হোসেন (২২)।
সে নীলফামারী জেলার ডিমলা থানার উত্তর খড়িবাড়ি এলাকার মৃত আবুল কাশেম আলীর ছেলে। তিন দিন আগে বেলাল গ্রাম থেকে আদমজী ইপিজেডে চাকরির খোঁজে বড় বোন মিনারার ভাড়া বাসায় উঠে।
গতকাল সোমবার কদমতলী নয়াপাড়া বড় মসজিদ এলাকায় দুপুরে নামাজের সময় মুসল্লিরা তিনতলার ছাদে ইন্টারনেট ক্যাবল দিয়ে গলায় পেচানো অবস্থায় বেলালকে ঝুলতে দেখতে পায়। বেলালের বড় বোন মিনারা জানায় তার ভাইয়ের পূর্ব থেকে মানসিক সমস্যা ছিল। প্রায় সময়ই সে এলোমেলো চলাফেরা করতো। তবে সে যে এভাবে আত্মহত্যা করবে সেটা তাদের ধারণার মধ্যে ছিলো না। গ্রাম থেকে চাকরির জন্য তাকে নারায়ণগঞ্জে আনা হয়েছিলো বলে জানান মিনারা।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত বেলালের লাশ উদ্ধার করি। এসময় তার গলায় ইন্টারনেট ক্যাবল দিয়ে ফাঁস লাগানো ছিলো। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। প্রাথমিক অবস্থায় দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।