মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্বোধন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আদমজীনগর বাসস্ট্যান্ড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিকদার মকবুল হক, সভাপতিত্ব করেন জাপমাসের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজ।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ পরিবেশ দপ্তরের উপ-পরিচালক এ. এইচ. এম. রাসেদ, সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আহমেদ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. কবির হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, মহাসচিব মোহাম্মদ বাদল হোসেন, সাংগঠনিক সচিব মো. জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ মো. হাসিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা-সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভাঙতে হবে। এক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। মানবাধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

Discussion about this post