Print Date & Time : 25 August 2025 Monday 6:17 am

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক শাওন ও ফররুখ এর বাবার মৃত্যু

মুহাম্মাদ রুমান দেওয়ান সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোশতাক আহমেদ শাওনের বাবা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ (৮৩) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্য জনিত রোগে ঢাকা ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর রাত পৌনে ৩ টার সময় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে ফররুখ আহমেদ খসরু দ্যা নিউ নেশন পত্রিকার সহকারি সম্পাদক, মেজো ছেলে মোশতাক আহমেদ শাওন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও ডাক্তার তানভির আহমেদ সোহেল কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড মুক্তি নগর এলাকায় নিজ বাস ভবনের সামনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে শতশত ধর্মপ্রান মুসলমান অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//