ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাচসাসের সাবেক নির্বাহী সদস্য, সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক-প্রকাশক রাজা সিরাজ (৫৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
পারিবারিক সুত্রে বলা হয়েছে, গত গত ২৩ অক্টোবর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মিরপুরের বাসায় তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
প্রয়াতের সন্তানেরা জানিয়েছেন, রাজা সিরাজকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহচর গ্রামের বাড়িতে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার।
ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আজিজুল হক এরশাদ ও সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রিন্ট করুন
Discussion about this post