এস এ শফি সিলেট : সিলেটের কৃষি ছাদ বাগানের যে সংস্কৃতি গড়ে উঠেছে, এর অগ্রভাগে স্থান পাবে সিলেটের ইফা ভবনের ছয়তলায় সাজানো গোছানো নয়নাভিরাম ছাদ বাগান।
ছয়তলার উপরে গড়ে তোলা বাগানটিতে ঘুরতে গেলে অনেকে ভুলেই যেতে পারেন, তিনি প্রায় নব্বই ফুট উচ্চতায় আছেন। মনে হবে যেন, অজোপাড়া গায়ের কোন সবুজ মাঠের পাশে গড়ে তোলা বাগান।
সত্যিই এরকমই একটি বাগানটি গড়ে উঠেছে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সিলেট ইসলামিক ফাউন্ডেশন ভবনের ছয় তলার ছাদে। যার পুরো তত্তাবধানে আছেন, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম।
রবিবার বিকেলে এ প্রতিবেদক সরেজমিনে সিলেট ইফা’র ছাদ বাগান পরিদর্শন করতে গেলে, সেখানে উপস্থিত হন বাগানের মুল পৃষ্টপোষক ও উদ্দোক্তা শাহ নজরুল ইসলাম।
ছাদ বাগান সম্পর্কে শাহ নজরুল ইসলাম বলেন, বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছসহ সবজির গাছ নিয়ে বাগান সাজানো হয়েছে। ২০২২সালের শেষের দিকে গড়ে তোলা এ বাগানটিতে বর্তমানে ১৪৭ প্রকারের চারা ও গাছ রয়েছে।
বাগানে উৎপাদিত ফসল ফাউন্ডেশনে কর্মরতদের পাশাপাশি আগত মেহমানদের আপ্যায়ন করা হয়। এতে মেহমানরা আত্বতৃপ্তি লাভ করেন এবং বাকী ফল ফলাধি নিলামের মাধ্যমে বিক্রি করেন।
তিনি বলেন, তিনির যোগদানের পর পুরোটা ছাদকে অযথা ফেলে না রেখে প্রথমে অল্প পরিসরে শুরু করেন। প্রশিক্ষণরত ইমামরা কৃষি বিষয়ে এ বাগানে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন।
এ ছাদ বাগানটি বিগত ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ সালে পরপর দু’বার সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার লাভ করে। তবে এ পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি কোন সহযোগিতা পাননি বলে তিনি জানান।
তিনি বলেন, জীবন-জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে থাকতে হয় অনেককেই ভালবাসেন। উন্নত আধুনিক জীবনযাপনের মাঝেও অনেকেই গ্রামের এক টুকরো সবুজের জন্য হাহাকার করেন। কিন্তু শহরে যে সারি সারি উঁচু দালানবাড়ি, সবুজের দেখা মেলে না সহজে। তাই বাসার ব্যালকনিতে কিংবা ছাদে করতে পারেন ছাদ বাগান। গ্রামের পুরো স্নিগ্ধতা না পেলেও অনেকখানি প্রশান্তি লাভ করা সম্ভব। তাই‘আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই, বাগান করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজের সমারোহে গড়ে তুলি’।
সোমবার দুপুরে এ ছাদ বাগান পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। তিনি পরিদর্শন করে বাগানটির ভূয়শী প্রশংসা করে বলেন, সবুজাভ পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষ রোপন ও পরিচর্যায় এগিয়ে আসার আহবান জানান।
প্রিন্ট করুন
Discussion about this post