রাত পোহালেই ভোট। সিলেট জেলার ৬টি আসনে ভোটের লড়াইয়ে ৩৫ জন প্রার্থী থাকলেও ইতিমধ্যে ২ জন নির্বাচন বর্জনের ঘোষনা দেয়ায় মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ৩৩ জন।
৬টি আসনের মধ্যে দুটিতে নৌকার নিশ্চিত বিজয় হলেও বাকি ৪টি আসনে চাপে রয়েছেন নৌকার মাঝিরা। তাই এসব আসনের ভোটের ফলে অঘটন ঘটলেও ঘটতে পারে। পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে নৌকার মাঝিদের।
সিলেটে দুটি আসনে বাধাহীন নৌকা নিয়ে বৈতরণী পার হতে যাচ্ছেন মাঝিরা। তরা হলেন- সিলেট ১ আসনে নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও সিলেট ৪ আসনে নৌকার প্রার্থী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এছাড়া বাকি ৪টি আসনে নৌকার বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামীলীগের স্বতন্ত্র ও অন্যদলের প্রার্থীরা।
সিলেট ১ ও ৪
সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন ও ইমরান আহমদ সিলেট-৪ আসনে নৌকা প্রতীকে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন। তাদের প্রতিদ্বন্দ্বিরা কেবল নামকাওয়াস্তে।
সিলেট ২
সিলেট-২ আসনে এবার নৌকার মাঝি আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে পৌর মেয়র মহিবুর রহমান। তাছাড়া এই আসনটির বর্তমান এমপি মোকাব্বির খান তেমন আলোচনায় নেই। এই আসটিতে শফিকুর রহমান চৌধুরী ও মুহিবুর রহমানের মধ্যে আওয়ামীলীগের ভোট ভাগাভাগি হয়ে গেলে জয়ী হতে পারেন জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী।
সিলেট ৩
সিলেট-৩ আসনে সাতজন প্রার্থী থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান। তবে সংসদে বিদ্যুৎ বিল বাড়ানোর হাবিবের দাবি ইস্যুতে ধাক্কা এখন নৌকায় লাগছে।
সিলেট ৫
সিলেট-৫ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে আছেন আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, তার শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মাসুক উদ্দিন আহমদ ও ট্রাক প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ড. আহমেদ আল কবীর। তবে এ দুই নেতাকে পাশ কাটিয়ে কেটলী জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে।
সিলেট ৬
সিলেট-৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন প্রাথী। তারা হলেন, নৌকার কান্ডারি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী ও ঈগল প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। আসনটিতে স্বতন্ত্রের সামনে কঠিন চ্যালেঞ্জে নৌকা। এই আসনটিতেও নুরল ইসলাম নাহিদ ও সারোয়ার হোসেনের মধ্যে আওয়ামীলীগের ভোট সমানতালে ভাগাভাগি হলে জয়ী হতে পারেন তৃণমুল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post