সিলেট নগরী থেকে আগ্নেয়াস্ত্রসহ শাওন ইসলাম পাবেল (১৯) নামে এক হোটেল এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আটক শাওন বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
মঙ্গলবার(৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর পর শাওনকে আটক করা হয়। পরে তার থাকার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
আটক শাওনের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, তিনি ওই অস্ত্রের বাহকমাত্র। অস্ত্রটি অন্য একজন তার কাছে দিয়েছে নির্দিষ্ট লোকের কাছে পৌঁছে দিতে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post