“ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে ইঁদুর নিধন অভিযান ২০২৩ উদ্বোধন এবং ২০২২ সনে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর নিধনকারী কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গল বার (১৭ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইঁদুর নিধনকারী কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট এর অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post