সিলেট অফিস: সিলেট মহানগরীর জালালাবাদ থানার টুকেরবাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) সকালে দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের বাবুর্চি কাঞ্চন মিয়া ওই সেন্টারের পশে ডোবায় একজন মানুষের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পাওয়া ব্যক্তিটি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। টুকেরবাজার এলাকায় প্রায় দুই মাস ধরে তাকে স্থানীয়রা দেখেছেন উনাকে।
আজ সকালে স্থানীয়রা শরিফ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি ডোবায় তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ মে ২০২৪

Discussion about this post