সরকার পতনের একদফা দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার (১৯ নভেস্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে প্রথম দিনে সিলেটের জীবনযাত্রা স্বাভাবিক।
রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানার লেচুবাগান এলাকায় হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। এসময় একটি ট্রাক ভাঙচুর করেন দুর্বৃত্তরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রভাতি পীরমহল্লা এলাকায় কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী দসড়ক অবরোধ করে একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।কয়েক মিনিটের মধ্যে পুলিশ আসার আগেই সটকে পড়ে দুর্বৃত্তরা।
এদিকে, সকাল থেকে সিলেট নগরীতে নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ ও র্যাব সদস্যদের। সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর মেডিকেল রোড ও খাসদবির এলাকায় সড়কে টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির কর্মী সমর্থকরা। এদিকে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, নাজিরবাজারসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে সিলেট ছেড়ে দূরপাল্লার কযেকটি বাস ছেড়ে যেতে দেখা যায়। তবে, আন্ত:জেলার সড়কে বাসচলাচল প্রায় স্বাভাবিক ভাবে চলাচল করেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবি লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়।
সকাল থেকে সিলেট ছেড়ে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়। সিলেট থেকে বাস ছেড়ে বিভিন্ন উপজেলা বাস চলতে দেখা গেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবি লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়।
সিলেটের শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, সড়কগুলোয় যানবাহন চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো সিলেটে আসছে।
সিলেট-ঢাকা মহাসড়কে ও নগরের বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। গত (১৫ নভেম্বর) যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনও সিলেটে মাঠে নেতাকর্মীদের দেখা যায়নি । নিয়ম পালনের জন্য এ দুদিন রাতেই কেবল মশাল মিছিল করেছে তারা।
গত ২৮ অক্টোবর থেকে বিরতি দিয়ে চলে আসা হরতাল-অবরোধে সিলেটে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে জেলা ও মেট্রোপলিটন এলাকার থানাগুলোয় এক ডজন মামলা হয়েছে। এসব মামলার আসামি দুই দলের সহস্রাধিক নেতাকর্মী। গ্রেপ্তার হয়েছেন অর্ধশত। গ্রেপ্তার আতঙ্কে পলাতক বহু নেতাকর্মী।
সিলেট মহানগর পুলিশ বলেছে, অবরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সদস্যরা। কোথাও কোনো ধরণের তৎপরতা দেখা গেলে তাৎক্ষনিক অ্যাকশন নেওয়া হবে।
উল্লেখ্য,বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পাশাপাশি জামায়াতও একইসময় দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৯,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post