Print Date & Time : 31 August 2025 Sunday 1:18 am

সিলেটে বন্যার্তদের পাশে র‌্যাব

এস এ শফি, সিলেট :সিলেটে বন্যার্তদের পাশে দাড়িয়েছে র‌্যাব -৯। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯’র উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিবন্দি ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১০০জন পানিবন্দিদের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার কানজর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক।

এ সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা সেবার অংশ হিসেবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক বলেন, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরে সহায়তা করছে র‌্যাব-৯। বন্যার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় র‌্যাবের এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সর্বদা প্রস্তুত।

দৈনিক দেশতথ্য//এইচ//