সিলেট অফিস:দক্ষিণ সুরমা ত্রাণ ও পূর্নবাসন গণকমিটির উদ্যোগে তেতলী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেলে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
তিনি তার বক্তৃতায় বলেন, বন্যায় দক্ষিণ সুরমার সব কয়টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ সৃষ্ট হয়েছে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ।
এ দুর্যোগ কাটিয়ে উঠা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে। সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সিলেট চেম্বর অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টির পরিচালক হুমায়ূন আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতিনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হোসেন, সদস্য ফজলুল করিম হেলাল, তাহসিন আহমদ দীপু, তেতলী ইউপি চেয়ারমান ওলিউর রহমান ওলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূরুল ইসলাম, জয়নাল তালুকদার, সাজ্জাদুর রহমান, শফি খান, জেলা যুবলীগ নেতা সুয়েব আহমদ, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সৈয়দ আলী আকবর নাহিদ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post