Print Date & Time : 9 July 2025 Wednesday 3:08 am

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মো. রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মহানগরের হাওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।নিহত রিপন মহানগরের মুন্সিপাড়া ১৪ নং বাসার মতিন মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নাম্বার নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মারা যান। শুক্রবার সকাল ৬টার দিকে পথচারীরা মৃতদেহের ঝুলন্ত পা দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) গণমাধ্যমকে বলেন, লাশের ময়না তদ্ন্ত হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//