সিলেট প্রতিনিধি: সিলেটে বিশ্ব মান দিবস-২০২৪” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, এনডিসি।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিসিক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট এর উপপরিচালক মোঃ মাজহারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্থ সামাজিক প্রেক্ষপট বিবেচনাপূর্বক বিএসটিআই’র মনিটরিং কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার উপর জোর দিতে হবে। মান সম্পর্কে সবাই সচেতন হয়ে জীবনকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। উদ্যোক্তা, ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি এই দিবস পালনের মূল লক্ষ্য। সঠিক মান বজায় রেখে পণ্য উৎপাদন, সেবা এবং প্রক্রিয়া এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলেই আন্তর্জাতিক মান দিবসের স্বার্থকতার বহিঃপ্রকাশ ঘটবে।
সভাপতি বলেন টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে মানের জায়গায় আমরা কোন আপোষ করবো না। এছাড়াও গুণগত মানের ক্ষেত্রে উৎপাদনকারীর কোন অবহেলা সহ্য করা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, ক্যাব সিলেট এর সভাপতি মো: জামিল চৌধুরী।
বিএসটিআই সিলেট এর এডি মরিয়ম বেগমের পরিচালনায় আলোচনা সভায় ফুলকলি ফুড প্রাঃ লিঃ এর ডিজিএম জসিম উদ্দিন, হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর এজিএম এহসানুল হাবিব, বনফুল এন্ড কোং লিমিটেড এর ডিজিএম আব্দুল হক, ইটভাটা মালিক সমিতির সহসভাপতি অলি আহাদ, পেট্রোল পাম্প মালিক সমিতির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান ও দৈনিক সিলেটের বানী এর নির্বাহী সম্পাদক জনাব এম এ হান্নান বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সিলেট জেলা প্রশাসনের উপপরিচালক(স্থানীয় সরকার)সুবর্না সরকার,জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
Discussion about this post