Print Date & Time : 13 September 2025 Saturday 8:51 am

সিলেটে মেয়র আরিফের নাগরিক সংবর্ধনা আজ

বদল হচ্ছে নগরপিতার। সিসিকের চেনা চেয়ারে আর দেখা যাবে না মেয়র আরিফুল হক চৌধুরীকে । আগামী ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন) ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে টানা দুইবারের প্রিয় আসন ছাড়ার আগে আরিফ পাচ্ছেন ‘বিরল’ সম্মাননা।
কারণ,অতীতে সিলেটের কোনো মেয়রকে এভাবে আয়োজন করে বিদায় জানায় নি পরিষদ। আরিফুল হক চৌধুরীর বেলায়-ই ঘটছে এ ব্যতিক্রম।

শুক্রবার (১৩ অক্টোবর) মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘নাগরিক সংবর্ধনা’ দেবে সিসিক পরিষদ। এদিন দুপুরে মহানগরের সারদা হল প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আবদুল মোমেন।

চলতি বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেন নি টানা দুই বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বরের পর থেকে আর নগরপিতার দায়িত্বে থাকছেন না তিনি। তাই দায়িত্ব হস্তান্তরের আগের দিন আরিফকে ‘আয়োজন’ করে বিদায় জানানো হচ্ছে বলে জানিয়েছে সিসিক সূত্র।


গত ৬ আগস্ট নগরভবনে সিসিক পরিষদের অনুষ্ঠিতব্য বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানা গেছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ অক্টোবর ২০২৩