Print Date & Time : 12 September 2025 Friday 12:29 am

সিলেটে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ

সিলেট অফিস : সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোর অফিসাররা কর্মস্থলে যোগদান করেছেন। বাকিরাও খুব তারাতারি কর্মস্থলে ফিরবেন। তবে ক্ষতির সঠিক পরিমান জানতে আরো কিছুদিন সময় লাগবে।

রোববার (১১ আগস্ট) সকালে সিলেটের ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।

কমিশনার বলেন, দুর্বৃত্তরা থান ও পুলিশ ফাঁড়ি আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে। 

কমিশনার আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের পাশাপাশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্যরা কাজে যোগ দিতে শুরু করেছেন। অন্যান্যদের কাজে যোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশের ক্ষয়ক্ষতির পরিমান অনেক। তবে ক্ষতির সঠিক পরিমান জানতে আরো কিছুদিন সময় লাগবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সিলেট রেঞ্জের আওতাধীন ৩৯টি ও মেট্রোপলিটন এলাকার ৬টি থানা এবং ৩টি ফাঁড়িতে জ্বালাও-পুড়াও এবং ভাঙচুর হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ আগষ্ট ২০২৪