সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি সিলেট-ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ড. মোমেন এমন কথা বলেন।এর আগে সকাল দশটায় তিনি প্রচারণা শুরু করেন। এ সময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আব্দুল মোমেন এ সময় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আগামী ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করা হবে।এছাড়া সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে, নদী ভাঙন রোধ করতে পদক্ষেপ নেয়া হবে। সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি সিলেট-ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে বলেও জানান আওয়ামী লীগের এ প্রার্থী।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৮,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post