Print Date & Time : 23 August 2025 Saturday 8:46 pm

সিলেটে শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ

সিলেট অফিস : তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিলেট জেলার শ্রেষ্ঠ কৃষক পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ জুন) দুপুরে নগরীর খাদিম নগরস্হ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলার শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারন সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান । 

বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প সিলেটের মনিটরিং অফিসার মোঃ ফারুক হোসেন। 

অনুষ্ঠানে তেল জাতীয় ফসল আবাদ, উৎপাদন বৃদ্ধি, বীজ সংরক্ষণ ও সরিষা তেলের ব্যবহার বৃদ্ধিতে অবদান রাখায় অনুষ্ঠানে সফল ৫ জন কৃষককে পুরস্কৃত করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুন২০২৪