Print Date & Time : 2 September 2025 Tuesday 11:29 am

সিলেট ওসমানী বিমানবন্দরের ‘ড্রপ অফ অ্যান্ড পিক আপ’ স্থান বন্ধ করা হয়নি’

 সিলেট অফিস : সিলেট ওসমানী বিমানবন্দরের ‘ড্রপ অফ অ্যান্ড পিক আপ’ স্থানে যাত্রীদের নামতে বা উঠতে না দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হয়েছেন বলে দৈনিক সিলেট ডটকমের কাছে অভিযোগ করেছেন বেশ কয়েক জন যাত্রী। এদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরাও রয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তারা এমন বিড়ম্বনায় পড়েন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘ড্রপ অফ অ্যান্ড পিক আপ’ স্থানটি বন্ধ করা হয়নি। আজ সকালে দুটি আর্ন্তজাতিক ফ্লাইট থাকার কারণে ওভার ক্লাউডেড হয়ে যায় বিমানবন্দর তখন আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী সাময়িকভাবে এটি বন্ধ করে ছিলো।

তিনি আরো বলেন, যাত্রী সেবায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্ভব সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আমরা কানেক্টিং ফ্লাইটে আসা প্রবাসী যাত্রীদের ঢাকায় আটকাপড়া লাগেজ বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা গ্রহন করেছি।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ এপ্রিল ২০২৪