সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন ড. হাফিজুর রহমান লিটু। লিটু মৌলভীজারার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম ডিগ্রি মাদরাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রামে ১৯৭৬ সালে সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
তার পিতার নাম আব্দুল আজিজ মিঞা। মাতার নাম হামিদা বেগম। দুই ভাইয়ের মধ্যে লিটু বড়। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। সে ১৯৯২ সালে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেনী, ১৯৯৪ সালে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেনী, ১৯৯৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) দ্বিতীয় শ্রেনী এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ (বাংলা) দ্বিতীয় শ্রেনীতে উর্ত্তীণ হন।
তিনি ২০১১ সালে তথ্য মন্ত্রণালয়ে অধীনে ফেলোশিপ সম্মাননা লাভ করেন। পরে তিনি ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আলাউদ্দিন আল আজাদের উপন্যাস “বিষয় ও শিল্পরুপ” এমফিল এবং ২০১৬ সালে বাংলাদেশের উপন্যাসে মার্কসীয় ধারায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৪ সালে মৌলভীজারার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম ডিগ্রি মাদরাসার বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। ড. হাফিজুর রহমান লিটু আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। তিনি ২০১৯ সালের উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//৩১ মে-২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post