তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট রেঞ্জের চার জেলায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রেঞ্জ পুলিশের ত্রৈ-মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।
সিলেট রেঞ্জের চার জেলায় মাঝে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদ্ঘাটন, ট্রাফিক ও নির্বাচনকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখার কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।
এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) নির্বাচিত হন।
পাশাপাশি শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করায় বিশেষ পুরস্কার অর্জন করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post