সিলেট অফিস : সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ৭ জানুয়ারীর পাতানো ডামি নির্বাচন বয়কট করায় ফ্যাসিস্ট সরকার জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে।
ডামি সরকার শাসনের পরিবর্তে দেশে শোষন চালিয়ে যাচ্ছে। রোজার প্রাক্কালে সরকারের সিন্ডিকেট সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিচ্ছে। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিনেতই প্রান্তিক জনগোষ্টীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন কঠিন সময়ে সমন্বয়ের নামে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করলেও নামকাওয়াস্তে জ¦ালানী তেলের দাম কমিয়ে সরকার জাতির সাথে প্রতারণা করছে।
জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার আন্দোলন চলছে এবং চলবে।
তিনি শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না।
এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
এছাড়া লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মার্চ ২০২৪

Discussion about this post