সিলেট প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন,বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি ২৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও কলেজের ২৭জন গরীব,মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শামীম হুসাইনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা দেব নাথের সঞ্চালনায় জেলা প্রশাসক আরো বলেন, সিলেট শিক্ষা ট্রাস্টের গরীব, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ কার্যক্রমকে আরো গতিশীল করতে সমাজের বিত্তশালী বিদ্যুৎসাহীদের এগিয়ে আসা দরকার।
ট্রাস্টের তহবিল আরো সমৃদ্ধ করতে হবে। বর্তমান তহবিল অপ্রতুল।এটা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিস্টদের প্রতি নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য,বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, সিলেট শিক্ষা ট্রাস্টের গরীব, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান একটি ক্ষুদ্র প্রয়াস। তিনি এর তহবিল সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট শিক্ষা ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার এর প্রতিনিধি ডেপুটি রেজিস্ট্রার মো.ফয়সল আহমদ, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, এমসি কলেজ অধ্যক্ষ এর প্রতিনিধি বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক বিলাল উদ্দিন,সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী প্রমুখ।
পরে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট শিক্ষা ট্রাস্ট হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও কলেজের ২৭জন গরীব,মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ বিতরণ করেন।
এহ/23/10/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post