Print Date & Time : 24 August 2025 Sunday 10:38 am

সিলেট – সুনামগঞ্জ সড়কে বাস চাপায়  সঙ্গীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২

 সিলেট অফিস: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ছাতক উপজেলার সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসান সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অপর ব্যক্তির নাম আব্দুস ছাত্তার। তিনিও পাগল হাসানের গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, একটি গানের অনুষ্ঠান থেকে ফিরছিলেন পাগল হাসান। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ছাতক থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাগল হাসানের বন্ধু ফ্রান্স প্রবাসী তারেক মিয়া জনি বলেন, রাতেও কথা বলেছি ওর সঙ্গে । আজ হঠাৎ তার মৃত্যু সংবাদ শুনলাম। এ খবর শুনে ওর ফোনে ফোন দিলে কেউ একজন বললেন ও আর নেই। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গোবিন্দগঞ্জ নামক স্থানের সুরমা ব্রিজের কাছে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ওর। একটি গানের অনুষ্ঠান শেষ করে সুনামগঞ্জ ফিরছিল সে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

তার সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেছেন। তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এরমধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ এপ্রিল ২০২৪