Print Date & Time : 26 August 2025 Tuesday 2:49 am

সিলেট ১ কোটি টাকার চোরাই চিনিভর্তি ট্রাক আটক

সিলেট অফিস : সিলেটে এবার এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থান থেকে এসব চিনিভর্তি ট্রাক আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ। এসময় ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৫ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকা। এসময় ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও একই থানা এলাকায় অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা।

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের বিষয়ে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুলাই ২০২৪