Print Date & Time : 25 August 2025 Monday 12:39 am

সিসিক’র অভিযান, ৭৯ হাজার টাকা জরিমানা আদায়

সিলেট অফিস:
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর শাহপরাণ ও উপশহর এলাকায় এ অভিযান চালানোন হয়।

অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগীতা করে।

অভিযানে উপশহরের ইলিয়ন নামক প্রতিষ্ঠানসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া লাইসেন্স ফি আদায় করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//