সিলেট সিটি কর্পোরেশনের বিল্ডিংয়ের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। নিহত একজন সেনা সদস্য বলে জানা গেছে। শনিবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। সিলেট সিটি কির্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে ওই পথচারীর মাথায় এসে পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মো. দেলওয়ার হোসেন, ৫০ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারী, ১৭ ডিভিশন, সিলেট। তার বাড়ী মেহেরপুর জেলার রাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।
এ বিষয়ে সিসিকের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন সিসিক মেয়র আরিফ।
আহবায়ক সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সদস্য গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এধরণের ঘটনায় আমি মর্মাহত। আমি নিহত সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ৭২ ঘন্টার মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন। আমি সেনা কতৃপক্ষের সাথেও কথা বলেছি। তদন্ত রিপোর্ট অনুযায়ি দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এর আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৩,২০২৩//