সিলেট অফিস: সিলেটে ভারতীয় চিনির সঙ্গে ধরা পড়েছে চা-পাতার চালান। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত এলাকা থেকে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা-পাতা জব্দ করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় সিলেট ব্যাটালিয়নের ৪৮-বিজিবির অভিযানে এসব জব্দ করা হয়।
এ দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট ব্যাটালিয়ন ৪৮-বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৭১ বস্তায় ৪৩ হাজার ৫৫০ কেজি চোরাই চিনি এবং ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করতে সক্ষম হয়। বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ করা চিনি ও চা-পাতার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।
৪৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা পণ্য নিলামে বেচার জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।’
হা/ডিটিবি/৩০/০৯/২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post