প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী “সীমান্ত শিখা ক্লাব” এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আলোচনা সভা, গুণী সংবর্ধনা, কেককাটা ও প্রীতিভোজ। ওইদিন সন্ধ্যায় ক্লাবের সভাকক্ষে সংগঠনটির সভাপতি অধ্যাপক এরফান আলীর সভাপতিত্বে কেককেটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক ও সদস্য এস এম হায়দারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, হাকিমপুর কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, জয়পুরহাট সরকারী কলেজের অধ্যাপক মাহাবুবুর রহমান ছোটন, চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম, বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের হিলি শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম।
শেষে ক্লাবের আজীবন সদস্য সহ গুণীজনদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও সদস্যদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post