আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই র্যালীটি পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্য সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন,আহবায়ক কমিটির সদস্য অ্যাড.নুরুল ইসলাম নুরুল, এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল,নাদীর আহমদ,আব্দুল মোতালেব খান,ফারুক আহমদ,আনসার উদ্দিন,আকবর আলী,সেলিম উদ্দিন আহমদ,এডভোকেট মাসুক আলম,শামসুল আলম নম,এডভোকেট জিয়াউর রহিম শাহীন,আতম মিসবাহ,আবুল কালাম,রেজাউল হক,আবুল মনসুর মোঃ শওকত,এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক,জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার,কৃষক দলের আহবায়ক আনিসুল হক,জাসাসের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ ভাবে ক্ষমতা দখল করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগের সরকারের পতন গঠিয়েছে। অবৈধ সরকার প্রধান শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছে।
বক্তারা আরোও বলেন, এখন দেশের মানুষ শান্তিতে আছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কারণ এই দেশের মানুষ এখন স্বাধীন ভাবে দেশে কথা বলতে পারছে চলাফেরা করতে পারছে।