আল হেলাল,সুনামগঞ্জ : তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ন হউক ঘরে ঘরে”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে লিফলেট বিতরন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা,রঙ্গারচর ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারসহ জনগুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী,জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার পুত্র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের পক্ষ্যে দলীয় নেতাকর্মী সমর্থকরা উক্ত লিফলেট বিতরণ করেন।
এ সময় বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন,আমিরুল ইসলাম,নিজাম উদ্দিন সরকার,ওমর আলী,খলিল রহমান শুভ,তাহমিদুল ইসলাম তাহমিদ,আব্দুল মালেক,নইমুদ্দিন আহমদ ও রাসেল মিয়াসহ ৪ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয় সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়ার সুযোগ্য পুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেন,আমি দেখেছি সুনামগঞ্জ ৪ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এম পি ও জাতীয় সংসদের হুইপ এবং জজকোর্র্টের বিজ্ঞ আইনজীবী আমার পিতা এডভোকেট মরহুম ফজলুল হক আছপিয়া সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। পাশে থেকে মানুষের স্বপ্ন পুরণ করে দেখিয়ে ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবীরা রাষ্ট্র ও রাষ্ট্রের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে সদিচ্ছা থাকলেই কাজ করতে পারে। পিতার পাশে থেকে মানুষের সেবা করার সুশিক্ষা আমি পেয়েছি। প্রত্যাশা করছি,সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের সেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিন গুলো বিলিয়ে দেব। আমার পিতার অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করার জন্য দলের নেতাকর্মীরা আমাকে উৎসাহিত করে নিজেরা এক একজন আসপিয়া ও আবিদ হয়ে সক্রিয়ভাবে সততা,আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।