আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচিতে হামলার মামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক,সাবেক ইউপি সদস্য,হবতপুর গ্রামের মৃত মফিজ মিয়া তালুকদারের পুত্র মোঃ ফখরুল মিয়া তালুকদার (৬১),সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য,জামালগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক ও নয়াহালট গ্রামের মৃত আব্দুল কাদিরের আব্দুল আজাদ (৪৬), ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি,বুড়াইরগাঁও গ্রামের মৃত হাজী ছবর আলীর মখলিছুর রহমান (৬৯),দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও স্থানীয় টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া (৩৫), একই গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর (৫৩),জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইকড়ছই গ্রামের মৃত মহব্বত উল্ল্যা ভূইয়ার পুত্র মো. শুকুর আলী ভূইয়া (৫৯),শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইছাকপুর গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র মুজিবুর রহমান (৩৬), দোয়ারাবাজার সদর ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি,বর্তমান ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও মাঝেরগাঁও নিবাসী আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল হক (৪০),শাল্লা উপজেলা আওয়ামীলীগ এর যুবক্রীড়া বিষয়ক সম্পাদক ও সহদেবপাশা গ্রাম নিবাসী সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ লুৎফুর রহমান (৫২) প্রমুখ। এর আগে সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিননগর আবাসিক এলাকার সবুজ মিয়ার পুত্র রিগ্যান আহমদ (৩৫) কে একই মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খান,একদল পুলিশ ফোর্স সহকারে সুনামগঞ্জ সদর মডেল থানার রুজুকৃত দ্রুতবিচার আইনের মামলা নং ৫ তাং ৪/৯/২০২৪ইং এর আসামীদেরকে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসাইন বলেন, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচিতে হামলার ঘটনায় দায়েরকৃত দ্রুতবিচার আইনের মামলায় সাবেক মন্ত্রী এম.এ মান্নানসহ এখন পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post