সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার অপসারণের দাবিতে সিলেট ও সুনামগঞ্জে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ‘ছাত্রজনতা ও জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা এ কর্মসূচি পালন করেন।
এসব কর্মসূচির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, সুনামগঞ্জের ডিসি নানা ধরনের অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত। এর মধ্যে আওয়ামী লীগ পুনর্বাসনসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে দুর্নীতির অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, এই কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে না এবং জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। ব্যক্তিগত আচার আচরণে রাগ ক্ষোভ ও হিংসার বহি:প্রকাশ ঘটান তিনি। জেলার জাতীয় রাজস্ব আয়ের অন্যতম ক্ষেত্র যাদুকাটা ও ধোপাজান নদীর কোটি কোটি বালি পাথর লুটতরাজ বন্ধ করতে পারেননি তিনি। তার বিরুদ্ধে
সুনামগঞ্জের পরিবহন শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের বিরোধের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত একটি ঘটনায় ডিসি সুষ্ঠু পদক্ষেপ নেননি বলে অভিযোগ ওঠে।
প্রথমে ৪ অক্টোবর সুনামগঞ্জে ছাত্রজনতা এবং জুলাই যোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।
দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় সিলেটের আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলীর সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা মোঃ আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক এন.ডি উছমান গনী,জেলা ওয়ারিওর্স অব জুলাই এর যুগ্ম আহবায়ক রেদোয়ান আহমেদ,গুরুতর আহত জুলাই যোদ্ধা মোঃ উকিল আলী,জুলাইযোদ্ধা আল আমিন,রজব আলী,লোকমান আহমদ,রমজান মিয়া,সিদ্দিক আহমদ,জাকারিয়া আহমদ,মাছুম মিয়া,তানভীর আহমদ,ইমরান আলী,জুয়েল রানা,শ্রীকান্ত দাস,আবু রায়হান ও রহমত আলীসহ সুনামগঞ্জের জুলাই যোদ্ধারা।
বক্তারা ড.ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার না করলে আরোও কঠোর কর্মসুচি পালন করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

Discussion about this post