Print Date & Time : 24 August 2025 Sunday 8:49 am

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার ও মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনের সাবেক সভাপতি নাহিদুর রহমান ও সহ সভাপতি জেবুন্নাহার জেবুসহ অন্য সদস্যরা।

সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আজ এই শিশুদের সঙ্গে থেকে মনে হলো আমরা শৈশবে ফিরে গিয়েছি। সবাই দোয়া করবেন যেন প্রতি বছর এভাবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে পারি।

সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। বইমেলা বা বিভিন্ন ইভেন্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। তাদেরকে এক বেলা ইফতার করাতে পেরে ভালো লাগছে।