মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ন সচিব মোছা. সুরাইয়া বেগম বলেছেন, টেকসই উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ।
আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
রবিবার (০৫ মার্চ) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্থরের কর্মকর্তা, মসজিদের ইমাম ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বুঝতে হবে দুনিয়াটা ক্ষনিকের। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। শুদ্ধাচার ও নৈতিকতা প্রথমে নিজ থেকে আসতে হবে। আমি নিজে যদি পরিশুদ্ধ হই তাহলে আমার দেখ দেখায় পরিবার ও পার্শ্ববর্তী লোকজনের মধ্যে শুদ্ধাচার চর্চা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম।
এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্নি চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো:একরাম। ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, সরওয়ার মোরশেদ তালুকদার, মজিবুর রহমান, জায়নুল আবেদীন, হারুন উর রশীদ, আক্তার হোসেন খান সুমন। অধ্যক্ষ ফরিদ আহমদ, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, ইমাম সমিতির পক্ষে সৈয়দ হাফেজ আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মুহুরী, সাংবাদিক বোরহান উদ্দিন, বিএনসিসি’র সিইউও রবিউল হোসেন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post