নিজস্ব প্রতিবেদক: একটি সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য মানুষের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার জন্য সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কুষ্টিয়ায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে যোগ অনুশীলনের আয়োজন করা হয়।
সুস্থ জীবনযাপনে সচেতনতা বাড়াতে বাংলাদেশেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন’র উদ্যোগে এবং রোটারি ক্লাব অব কুষ্টিয়া, ভোরের পাখি ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সহযোগিতায় ‘আন্তর্জাতিক যোগ দিবসে’ বিভিন্ন বয়সী সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চের সবুজ বেষ্টনীতে এ দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের।
রোটারী ক্লাব অব কুষ্টিয়া, ভোরের পাখি ও সম্মিলিত সামাজিক জোটের সদস্যদের সমন্বয়ে দিবসটি উদযাপন করা হয়।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার এডিশনাল গভর্নর অজয় সুরেকা বলেন, সুস্থ দেহ, সুন্দর মন-এটা আমরা সবাই চাই। শুধু চাইলেই হবে না, এজন্য আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে।
যোগচর্চা আমাদের শরীর ও মন উভয়কেই উৎফুল্ল রাখে বলেও জানান তিনি।
এসময় যোগ ব্যায়ামের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এর প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন তিনি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ জুন২০২৪

Discussion about this post