জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সৈয়দ মোনায়েমুল ইসলাম (ওসি) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৪ এর ১ম রাউন্ডের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ভেড়ামারার জুনিয়াদহের ইউনিয়নের পরানখালী স্কুল মাঠে সৈয়দ মোনায়েমুল ইসলাম (ওসি)’র পিতা ও জুনিয়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শিহাবুল ইসলামের সভাপত্বিতে উক্ত ফুটবল টুর্ণামেন্ট-২৪ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদ কে.এস.পি’র সভাপতি মোহাঃ আসমান আলী, বি.জে.এম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহমুদ রতন, শিক্ষক জামিরুল ইসলাম, ব্যাবসায়ী মিজানুর রহমান মিজান, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি শারাবুল বাশার ও সেক্রেটারি তারিকুল ইসলাম তারিক প্রমূখ। খেলায় বি.জে.এম ফুটবল একাদশ বনাম মথুরাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় বি.জে.এম ফুটবল একাদশ ৪-১ গোলে মথুরাপুর ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে অতিথিবৃন্দ ও ভেড়ামারা ফিটনেস ক্লাবের প্রোঃ মোঃ পারভেজ আলী জনি ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দেন বিজেএম ফুটবল একাদশের খেলোয়াড় টুটুলকে।

Discussion about this post