Print Date & Time : 11 July 2025 Friday 4:05 am

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গোফরান পলাশ ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় দাম্পত্য কলহের জেরে এক নারীকে হত্যার অভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের নাম মমতাজ বেগম (৪৫) তিনি দুই সন্তানের জননী ।

আজ মঙ্গলবার ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার গভীর রাতে ওই নারীকে ওড়না দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহআলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

এর আগে শাহআলম বেশ কয়েকবার ওই নারীকে দাম্পত্য কলহের জেরে নির্যাতন করে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//