রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কুপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) দুপুরে বকশিগঞ্জ পৌরসভার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদের স্ত্রী মিশি আক্তারের সাথে মায়ের সাথে ঝগড়া শুরু হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলো। স্ত্রী ও মায়ের ঝগড়া চলাকালে জাহিদ দা দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এসময় গুরুত্বর আহত হন তিনি। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় জাহিদের মায়ের।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনার স্থলে পুলিশ গিয়ে বাড়ী পাশে ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করে। যে দা দিয়ে তার মাকে আঘাত করেছে সেটি আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ মার্চ ২০২৪

Discussion about this post